narainganj

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জের পরিদর্শক বাবুল হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন এক নারী। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক বরাবর ওই নারী লিখিত অভিযোগ করেন।

অভিযোগকারী ওই নারী নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকার বাসিন্দা। অভিযুক্ত সিআইডি কর্মকর্তা ওই নারীর দায়ের করা একটি মামলার তদন্ত কর্মকর্তা।

অভিযোগে ওই নারী বলেন, বাবুল হোসেন অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে তাঁর দায়ের করা একটি মামলার তদন্ত করতে গিয়ে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। দাবি অনুযায়ী, ৩ লাখ টাকা ঘুষ দেওয়ার পর পুনরায় তিনি ৫ লাখ টাকা ঘুষ দাবি করছেন। এই অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্ত কর্মকর্তা পাল্টানোরও দাবি জানান তিনি।

  কলাপাড়ায় শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা

তবে এ ব্যাপারে জানতে চাইলে ঘুষ গ্রহণের অভিযোগ মিথ্যা দাবি করে বাবুল হোসেন বলেন, ‘বাদী তাঁর পক্ষে প্রতিবেদন নিতে আমাকে ভয়ভীতি দেখাচ্ছেন।’

আমাদের বাণী ডট কম/২ অক্টোবর ২০২০/পিপিএম