সিরাজগঞ্জ সংবাদদাতা; জেলার শাহজাদপুরে পবিত্র ঈদ উল ফিতরের নামাজে ইমামতি করার সময় সিজদারত অবস্থায় আইয়ুব আলী (৭০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৫ মে ২০২০) সকালে উপজেলার রুপবাটী ইউনিয়নের শেলাচাপরী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী শেলাচাপরী গ্রামের মৃত দেরাজ আলী মুন্সির ছেলে ও নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন।
শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি এ্যাড হাবিবুর রহমান হাবিব এ তথ্য নিশ্চিত করে জানান, পবিত্র ঈদ উল ফিতরের সকাল সাড়ে আটটার নামাজের ঈমাম ছিলেন আইয়ুব আলী। নামাজ শুরুর করার পর প্রথম রাকাতের ২য় সিজদায় গিয়ে আর না উঠলে সবাই আতঙ্কিত হয়।
পরে ইমামকে উঠাতে গেলে দেখা যায় সে মুত্যু বরন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সকালে মসজিদে ঈদের নামাজ পড়াচ্ছিলেন আইউব আলী। নামাজ শুরু করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে আর ওঠেননি তিনি। পরে মুসল্লিরা আইউব আলীকে মৃত অবস্থায় পায়।
আমাদের বাণী ডট কম/২৫ মে ২০২০/ডিডিএ