Shadow

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

সিলেট সংবাদদাতা; জেলার গোয়াইনঘাট উপজেলার পাহাড়তলি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক সিরাজ মিয়া (৪০) নিহত হয়েছেন। একই ঘটনায় নাজিম উদ্দিন (৩৮) নামের আরেকজন আহত হয়েছেন।

 • গতকাল বৃহস্পতিবার (০২ জুলাইন ২০২০) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া গোয়াইনঘাটের দমদমিয়া গ্রামের মৃত আবদুল ওয়াহিদের ছেলে এবং আহত নাজিম একই গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল জানান, সীমান্তবর্তী পাহাড়তলি এলাকা দিয়ে ৪ জন বাংলাদেশি অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে একজন নিহত ও একজন আহত হয়েছেন। গোয়াইনঘাট থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

  দুধ বিক্রিতে চলে সংসার
 • বিজিবির ওই কর্মকর্তা সীমান্ত এলাকায় অবৈধ চলাচল না করার অনুরোধ জানিয়ে বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

আমাদের বাণী ডট কম/০৩  জুলাই  ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •