মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চটগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ড উপজেলা বাড়বকুণ্ড ইউনিয়নের নড়ালিয়া এলাকার আ ফ ম জাহেদ  নামের এক পুলিশ সদস্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে।

আজ বুধবার (০১ জুলাই ২০২০) দুপুরে  চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলা জানা যায়।

নিহত পুলিশ সদস্যের বাড়ি,চটগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নড়ালিয়া এলাকার মুক্তিযুদ্ধা জয়নাল আবেদীন এর বড় ছেলে আ ফ ম জাহেদ  (৪২) তিনি চট্টগ্রাম পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, ট্রাফিক কনস্টেবল আ ফ ম জাহেদ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার করোনা উপসর্গ ছিল। নমুনা সংগ্রহ করা হয়েছে।

এই বিষয়ে নিহতের ছোট ভাই এম তবরেজ। তিনি বলেন, আমার ভাই বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন।হঠাৎ করে তার শ্বাস কষ্ট শুরু হলে তাকে চটগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।পরে সেখানে চিকিৎসধীন অবস্থায় আজ দুপুরে সে মারা যায় বলে জানায়।

উপজেলার বাড়বকুণ্ডের নিজ বাড়িতে সামাজিক দূরত্ব মেনে রেখে চট্টগ্রাম পুলিশ লাইনে প্রথম জানাযা ও নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০১ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৮৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৭৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৯ হাজার ২৫৮ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৭  হাজার ৮৭৫ টি যা গতদিনে ছিল ১৮ হাজার ৪২৬ টি ।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০২ জন। সুস্থতার হার ৪১.৬১% এবং মৃত্যুর হার ১.২৬ শতাংশ। বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১-৫০ পাঁচজন, ৫১-৬০ ১২ জন, ৬১-৭০ ১১ জন, ৭১-৮০ সাতজন, ৮১-৯০ একজন এবং ১০০ বছরের একজন।

আমাদের বাণী ডট কম/০১ জুলাই  ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।