নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ৪০ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

 রোববার সকালে সেনবাগ সরকারি বালিকা বিদ্যালয়ে সেনবাগ উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদু ঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের পৃষ্টপোষকতায় দিনব্যাপী ওই অলিম্পিয়ার্ডে ৩১টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এবং বিজ্ঞান মেলায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে।

বেলা ১১টার দিকে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান ফিতা কেটে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।

মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, সেনবাগ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগম,বালিয়াকান্দি সুলতান মাহমুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল আলম জসিম, সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা শামস এ আরাফিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার জসিম উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকতা আলী আজগর, স্থানীয় এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, কাবিলপুর হাজী মুকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল আলম কামরুল,এসময় উপস্থিত ছিলেন।

৪০ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড শেষে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ঘুরে দেখেন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।