আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার  সোনারগাঁ উপজেলায় সর্বশেষ মঙ্গলবার (৩০জুন) ২২ জনের নমুনা পরিক্ষার মধ্যে ৩ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছেন।

আজ  মঙ্গলবার (৩০ জুন ২০২০)সকালে এ তথ্য নিশ্চিত করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, নতুন করে ২২ জনের নমুনার রির্পোটের মধ্যে ৩ জনের দেহে করোনা সনাক্ত পাওয়া গেছে।তাদের মধ্যে ২ জন পুরুষ ২ জন মহিলা। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৪১৬ জন।এরমধ্য সুস্থ হয়েছেন ২৬৬ জন, মৃত্যুবরণ করেছেন ১৬জন আর চিকিৎসা নিচ্ছেন ১৩৪ জন।

আক্রান্তরা হলেন শম্ভুপুরায় একরামপুর ১ জন মহিলা, পিরোজপুর শহিদনগর ১জন পুরুষ ও কাঁচপুরের সোনাপুরে ১জন পুরুষ।

তিনি আরো জানান, এ পর্যন্ত উপজেলা থেকে ১৮৯৮ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৪১৬ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৬জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ২৬৬ জন সুস্থ হয়েছেন।

আমাদের বাণী ডট কম/ ৩০ জুন ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।