বিশ্বকাপের আগে ফের জ্বলে উঠল সৌম্য সরকারের ব্যাট। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আগের ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। এবার আরেক ধাপ এগিয়ে করেছেন ডাবল সেঞ্চুরি। লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরির রেকর্ড এটিই প্রথম।

সৌম্য করেছেন ২০৮ রান। ১৫৩ বল থেকে ১৪টি চার ও ১৬টি ছক্কার মারে এ রান করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে বাংলাদেশের রকিবুল হাসানের ১৯০ রান ছিল সর্বোচ্চ। এবার তাকে ছাড়িয়ে গেলেন সৌম্য। তাছাড়া সৌম্য’র এক ইনিংসে ১৬ ছক্কার মারও উঠে গেছে রেকর্ড বুকে।

সৌম্য সরকার ঝড়ো এই ইনিংস ইনিংসের সুবাদে আবাহনী লিমিটেডকেও এনে দিলেন চলতি মৌসুমের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শিরোপা। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের দেয়া ৩১৮ রানের লক্ষ্যমাত্রা সৌম্য ঝড়ে ১৭ বল হাতে রেখে মাত্র এক উইকেট হারিয়ে তোলে নেয় আবাহনী।

শিরোপা নির্ধারণী ম্যাচে মঙ্গলবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাব শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ৩১৭ রান করে। জবাব দিতে নেমে সৌম্য সরকারের ডাবল সেঞ্চুরিতে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে আবাহনী। আবাহনীর পক্ষে ডাবল সেঞ্চুরি করেন সৌম্য। আর সেঞ্চুরি করেন জহিরুল ইসলাম অমি।

[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।