অগ্নিঝরা মার্চে ৭ বীরশ্রেষ্ঠসহ সকল শহীদদের স্মরণে ঝিনাইদহে ৭ হাজার জাতীয় পতাকা বিতরণের কর্মসূচী শেষ হয়েছে।

বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঝিনুকদহ ভাষা পরিষদ।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ৭ বীরশ্রেষ্ঠসহ সকল শহীদদের স্মরনে গত ১৩ মার্চ ঝিনাইদহের বিভিন্ন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করা হয়। কর্মসূচীর এই ক’দিনে বিভিন্ন যানবাহন, সাধারণ মানুষের মাঝে পতাকা বিতরণ করা হয়। বুধবার ‘পতাকা বিপ্লব’ নামের এ কর্মসূচী শেষ হয়।

সংবাদ সম্মেলন থেকে আরও জানানো হয়, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে দেশব্যাপী ৫০ হাজার পতাকা বিতরণের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

এ সময় ঝিনুকদহ ভাষা পরিষদ’র প্রধান উপদেষ্টা নিলুফা এহসান, উপদেষ্টা এহসানুর রহিম, সভাপতি গাউস গোর্কি, সহ-সভাপতি মতিউর রহমান, মল্লিকা পারভীন, রাকিব উদ্দিন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈফ আল জামী লিসন, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।