Shadow

সড়ক দুর্ঘটনায় পিআইবির পরিচালক নিহত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

নিজস্ব সংবাদদাতা, ঢাকাঃ প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মো. ইলিয়াস ভূইয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

পিআইবির সহযোগী সম্পাদক (প্রকাশনা ও ফিচার) ফায়জুল হক বলেন, ‘আমরা যতটা জেনেছি তিনি মোটরসাইকেলে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তিনি পেছনে বসা ছিলেন। পথে শনির আখড়া ব্রিজের ঢালে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ তার লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

  চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত যুবক, আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ জনে

সোমবার ইলিয়াস হোসেনের লাশ আল-মারকাজুল ইসলামে গোসল শেষে তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে পাঠানো হবে বলে জানান তিনি।

আমাদের বাণী ডট কম/২১ সেপ্টেম্বর/এসিপে

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •