হারিয়ে যাওয়া দিন
অনুপম দাস

নেই আজ আমাদের সেই ক্রিকেট খেলার মাঠ;
কোথায় গেল আমার সেই সাঁতার কাটার ঘাট?
হারিয়ে গেছে বিদ্যালয়ের সেই মেঠো আঁকা বাঁকা পথ;
ভেঙে গেছে আমার বানানো সেই ছোট রথ!

কোথায় গেল সংস্কৃতের সেই রাগী শিক্ষক?
হারিয়ে গেছে গনিতে শেখানো ভাজ্য আর ভাজক।
নেই আজ টিফিনে পালানো সেই উঁচু পাঁচিল;
মজে গেছে মাছ ধরা সেই বড় ঝিল।

নেই আর ঠাকুরমার শোনানো গল্পে সেই রাত;
আর ধরেনা থর্ থর্ করা কাঁপা সেই হাত।
হারিয়ে গেছে আমার সেই প্রিয় আঁকার খাতা;
আর ওঠেনা উঁচিয়ে মায়ের খুন্তি হাতা।

গনিতে ভুল হলে আর পাইনা বাবা স্নেহের প্রহার,
টাকা,পয়সা চেয়ে জীবনে সেটা ছিল শ্রেষ্ট উপহার।
হারিয়ে গেছে মেজ মামার দেওয়া সেই লাল জামা;
হয়ত সেটা আছে মেঘেদের দেশে,যেখানে আছে মামা।

ভাগ্যে আজ জোটেনা মায়ের হাতে গুড় আর পিঠে;
কেউ আর নিয়ে আসেনা বাড়িতে ধান কেটে।
কেউ আজ দেয়না তুলসি তোলায় প্রদীপ;
আজও ঘরের কোনে দাঁড়িয়ে আছে মাছ ধরার ছিপ,

আজ হয়ত সব কিছু নেই আমার বাস্তবের দুনিয়ায়;
এরা সব রয়ে গেছে মনের প্রতিটি পাতায়।
সময়ের কাছে সব কিছু পরিনত হয়েছে,ঝরে যাওয়া ফুল;
কিন্তু আমার কাছে আজও সব রয়েছে নব মুকুল।

আজ জানিনা কখন ডুবছে সূর্য,আর কখন উঠছে চাঁদ;
গন্ডি বাঁধা জীবনে শুধু হয়ে যাচ্ছে দিন আর রাত।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।