Shadow

হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা মাসুম আজিজ

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

বিনোদন ডেস্ক, ঢাকা; হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাসুম আজিজ। গতকাল সোমবার (২২শে জুন ২০২০) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।

কার্ডিওলজিস্ট ডা. মাকসুমুল হকের চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন মাসুম আজিজ।

এর আগে, গত শনিবার জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মাসুম আজিজকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রবিবার মাসুম আজিজের করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। চিকিৎসক তাকে বাসায় আইসোলেশনে থাকার পরামর্শ দেন। রবিবার রাতে মাসুম আজিজের স্বজনেরা তাকে বাসায় নিয়ে যান। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন সোমবার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে আসা হয়।

৬৮ বছর বয়সী এ অভিনয়শিল্পী কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। চার বছর আগে তার হৃদযন্ত্রে দুটি ব্লক ধরার পর রিং বসানো হয়েছিলো। এছাড়াও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

  বাংলাদেশিরা ‘যৌন অতৃপ্ত’: বললেন প্রিয়তী

আমাদের বাণী ডট কম/২৩ জুন ২০২০/পিপিএম 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •