হেমন্তে’র আগমনে
আইনুল হোসেন সানু

দেখা হবে
ফের প্রিয়’ তমা
বলি শোনো, হ্যাঁ বলছি
তোমা’ রে —
আসছে
ফের শরৎ এ’
দেখো নয়’ পরে
নয় সে’ শীতে’ র আগে আগে
যায় যায় করে তবুও
চাইছে না যেতে সে’ না’ সে’
শীতে’ র শেষ পরন্তে
আসি আসি এলে হেমন্তে’
নবান্নের ঠিক আগে আগে কিম্বা
পরে রেখো মনে,
কোনো এক শুভ প্রভাতে
হলে সূর্যোদয় কিম্বা হতে পারে
নাস্তার ঠিক আগে পরে —-
হতে পারে সে’ দ্বিপ্রহরে, নয়ত শেষ বিকেল
ঠিক গোধূলী’ র লগ্নে, যেন’ সন্ধ্যে টা’
লাগো লাগো হলে
হলে সময় নীড়ে ফেরার পাখিদের
চোখে’ আবছা ধোঁয়াসা
হতে চাওয়া কুয়াশা’ র হাল্কা’ সা’
রেখা পাতে,
ঝিঁ ঝিঁ পোকাদের ঘুম ভেঙে
একাতরে একই সাথে ঝিঁ ঝিঁ করে
যখন ডাকে সময় ঠিক তখন ই, ভুলেও
যেন’ ভুলনা তুমি রেখো মনে
নিবিড় একান্তে’ এ’ কথা
খুব স্মরণে —–

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।