Shadow

২৪ ঘণ্টায় ৪৯ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

কুড়িগ্রাম সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ৪৯ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। ঢাকার শেরেবাংলা নগরে অবস্হিত ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে শুক্রবার রাতে এই ৪৯ জনের নমুনা পরীক্ষা ফলাফল পজিটিভ আসে।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. আখের আলী জানান, ঢাকা থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে সদর উপজেলার ১১ জন, জেনারেল হাসপাতালে ২ জন, উলিপুরে ৩ জন, রাজারহাটে ১ জন, চিলমারীতে ১৩ জন, ভূরুঙ্গামারীতে ২ জন, নাগেশ্বরীতে ৫ জন, রৌমারীতে ৪ জন, রাজিবপুরে ৪ জন এবং ফুলবাড়ীতে ৪ জন মোট ৪৯ জনের পজিটিভ এসেছে।

সদর উপজেলার স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, জেলার মধ্যে সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সুস্হ হওয়ার সংখ্যাও বেশি।

এই উপজেলায় এ পর্যন্ত ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১ জন। সুস্হ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছেন ৪৭ জন। অবশিষ্টদের মধ্যে ২ জন জেনারেল হাসপাতালের করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ডে এবং ১৬ জন হোম আইসোলেশনে আছেন।

এ দিকে সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, শনিবার দুপুর পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে। এদের মধ্যে মৃত্যু ঘটেছে ৩ জনের। আর সুস্হ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছেন ৯৬ জন।

  অতিষ্ঠ হয়ে নিজ সন্তানকে পুলিশে দিলেন মা

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৪  জুলাই ২০২০ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৯৯৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার  ২৮৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৯ হাজার ৬৭৯। আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৪  হাজার ৭২৭ টি যা গতদিনে ছিল ১৪   হাজার ৬৫০  টি । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৬৩৭ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৭০ হাজার ৭২১ জনে।

আমাদের বাণী ডট কম/০৪ জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন


শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •