Shadow

২৪ ঘন্টায় আরও ৫০ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা; জেলায় একদিনে নতুন করে আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৬৫৯ জনে।

আজ শনিবার (০১ আগস্ট ২০২০)  সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, কাশিয়ানী উপজেলায় ১০ জন, কোটালীপাড়া উপজেলায় সাতজন, মুকসুদপুর উপজেলায় চারজন ও টুঙ্গিপাড়া উপজেলায় তিনজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, জেলা থেকে মোট ৭ হাজার ৬৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। আর একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। বাকিদের মধ্যে ১ হাজার ১৫১ জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৪৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ১৩৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত ১ হাজার ৬৫৯ জনের মধ্যে সদর উপজেলায় ৫৮৮ জন, কাশিয়ানী উপজেলায় ২৭৩ জন, মুকসুদপুর উপজেলায় ২৭১ জন, কোটালীপাড়া উপজেলায় ২৬৭ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২৬০ জন রয়েছেন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের সর্বশেষ (৩১ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১১১ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৬৬৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জনে।গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৬১৪টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৬৪ হাজার ৮০৯টি। নতুন পরীক্ষায় করোনা মিলেছে ২ হাজার ৭৭২ জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন।’

  ধানের দাম বৃদ্ধির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

আমাদের বাণী ডট কম/০১ আগস্ট ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •