Shadow

২৪ ঘন্টায় সাভারে ৪২ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

সাভার (ঢাকা) সংবাদদাতা;  ঢাকার সাভার উপজেলায় গত ২৪ ঘন্টায় ৮ পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৪২ জনের করোনা সনাক্ত করা হয়েছে। এ নিয়ে সাভারে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫৭ জনে।

আজ শুক্রবার (২২ মে ২০২০)  বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত বুধবার ১১৩ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪২ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাভার ফায়ার সার্ভিসের ৩ কর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্থ্যকর্মী, সাভারে কর্মরত এসএসএফ পুলিশের ৬ কনস্টেবল, সাভার মডেল থানার ১ কনস্টেবল, গোয়েন্দা পুলিশের (ডিবি) ১ সদস্য ও ২টি বেসরকারি হাসপাতালের ১০ জনসহ বিভিন্ন পোশাক কারখানার কর্মী রয়েছেন।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পরপরই তাদের বিষয়ে খোজ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু করোনা পজেটিভ হওয়ার পর রোগীকে খোজে পাওয়া না গেলে দ্রুততম সময়ের মধ্যে তাঁদের আইসোলেশন বা চিকিৎসার আওতায় নেওয়া সম্ভব হয় না। ফলে ওই সব রোগীর সংস্পর্শে গিয়ে আরও অনেক মানুষের সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।

অন্যদিকে ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত বুধবার ৩৬ জনের নমুনা সংগ্রহ করে বিএলআরআই ল্যাবে পাঠানো হয়েছিল সেখান থেকে চারজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২২ মে ২০২০) তথ্য অনুযায়ী, দেশে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৪৩২  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হ‌য়েছেন আরও ৫৮৮ জন। এ নি‌য়ে সুস্থ হ‌য়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ১৯০ জ‌নে। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে আটজন ও হাসপাতালে আনার পথে একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, বরিশাল বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগের তিনজন। তাদের বয়স বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে পাঁচজন, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ দুইজন, ৫১-৬০ পাঁচজন, ৬১-৭০ ছয়জন, ৭১-৮০ দুইজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন।
আমাদের বাণী ডট কম/২২ মে ২০২০/ডিএ 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  প্রাথমিকের দপ্তরি কাম প্রহরীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি