অবৈজ্ঞানিক’ পদ্ধতিতে রাজধানীর সাত সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। অধিভুক্তি নিয়ে উদ্ভূত সমস্যার ‘বৈজ্ঞানিক’ সমাধানে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ১১ সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এই কমিটি গঠন করেন। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী, ঢাকা কলেজ, ইডেন কলেজ, কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ এবং সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট), বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মুহাম্মদ মাঈনুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক ও জিএস গোলাম রাব্বানী।
উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ১১ সদস্যের এই কমিটি সংকট নিরসনে করণীয় সুপারিশ করবে। সে অনুযায়ী সাত কলেজ নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির যৌক্তিক সমাধান করা হবে।
সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কমিটি গঠনের পর আন্দোলন অব্যাহত থাকবে কি না, জানতে চাইলে আন্দোলনকারীদের সমন্বয়ক ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া সন্ধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপের প্রতি তাঁদের পূর্ণ শ্রদ্ধা আছে। নিজেদের মধ্যে আলোচনা করে তাঁরা তাঁদের পরবর্তী অবস্থান জানাবেন।