কুষ্টিয়ায় গড়াই নদী খনন কাজ পরিদর্শনে এসে পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতি ও অনিয়মের অভিযোগে গড়াই নদী খনন কাজ বন্ধ করে দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রি জাহিদ ফারুক এমপি।

তিনি জানান, মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের সাথে বসে ভাল করে ডিজাইন চেক করে তারপর আবার কাজ শুরুর নির্দেশ দেয়া হবে। কাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন এটাতো নদী খনন নয় মনে হচ্ছে ড্রেন করা হচ্ছে। এভাবে চলতে দেয়া যাবে না দেশটাতো মগের মুল্লুক নয়।

ড্রেজিং এর তেল চুরিসহ নানা অভিযোগের কথা তুলে ধরে সাংবাদিকরা জানতে চান এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা, মন্ত্রী বলেন এরকম অভিযোগের কথা আমি শুনেছি তবে আপনাদের কাছে কোন তথ্য প্রমাণ থাকলে আমাকে দিন, আমি এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।