আগুন মুখে নববর্ষ
জাহাঙ্গীর বাবু
হে নববর্ষ,শুভ নববর্ষ চৌদ্দশ ছাব্বিশ;
আগুন মুখে এলে এই বঙ্গতটে!
পিতার চোখে আগুন,মায়ের বুকে আগুন;
ভাই,বোন বন্ধুর মনে প্রতিশোধের আগুন।
আনন্দ নেই মনে আকাশে বাতাসে
ঢাকের ডাকে খুনী ধর্ষকের অট্টহাসি!
ঘরে বাইরে আগুন,প্রতিষ্ঠানে আগুন,
কবিতায় আগুন,বিচারের দাবিতে মিছিল,স্লোগান।
মুখোশের আড়ালে মুখোশ গুলো মাংসাশী হায়েনা
নিজ কন্যা জায়া জননী এখন তাদের হিংস্রতায়!
সুখ নেই চিত্তে!ভয়!এই বুঝি এলো আগুনের খবর!
এই বুঝি ধর্ষিত হলো আমার মা,মেয়ে,বোন
বলৎকারের শিকার শিশু,বালক,কিশোর!
তবুও যদি পুরাতন জরা-জীর্ণতা,
বিবেকের দৈন্যতা ধুয়ে মুছে যাক
নতুন সম্ভাবনার দ্বার হোক উম্মোচিত।
সৌহার্দ্য সাম্যের যুগল মেল বন্ধনে স্বাধীন
 বাংলায় অটুট থাকুক প্রশান্তির সুবাতাস।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।