বরিশালের আগৈলঝাড়ায় বাল্য বিবাহ ও যৌণ সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা মূলক র‌্যালি ও প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার র‌্যালি শেষে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন’র সভাপতিত্বে প্রচারাভিযান সভায় বাল্য বিবাহ ও যৌণ সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতার উপর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকুমার ঘটক, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, সুজন এর সভাপতি জেমস রিপন বাড়ৈ, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম লিটন প্রমুখ।

সভায় অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।