নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৪৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ১৪২৯ জন পুলিশ করোনায় আক্রান্ত হলেন।

আজ শুক্রবার (০৮ মে ২০২০) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৭০৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুইজন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

এছাড়া, ৪৭২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। ২ হাজার ৮১৪ জন পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া, রাজারবাগ পুলিশ হাসপাতাল, মুগদা, ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ৩ শতাধিক পুলিশ সদস্য করোনা টেস্টের জন্য তালিকাভুক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৮ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৯৪১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ১১ হাজার ৪৫৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৩৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও সাতজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২০৬-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯১ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন দুই হাজার ১০১ জন।

আমাদের বাণী ডট/০৮ মে ২০২০/পিবিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।