চট্টগ্রাম সংবাদদাতা; জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৩১ জন। মোট মৃত্যুর সংখ্যা ২১০ জন।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান. গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি বেসরকারি ৬টি ল্যাবে ১ হাজার ২৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৪৮টি নমুনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে মহানগরী এলাকায় ১৭৬ জন এবং উপজেলায় ৮৩ জন আক্রান্ত হয়েছেন।

ল্যাব ভিত্তিক পরিসংখ্যান দিয়ে সিভিল সার্জন দপ্তর থেকে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৭০টি নমুনা পরীক্ষা করে ৩৯ জন, বিআইটিআইডি ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষা করে ৩৮ জন, চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৩৭টি নমুনা পরীক্ষা করে ৪২ জন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে ২০৬টি নমুনা পরীক্ষা করে ২৮ জন,বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৩২টি নমুনা পরীক্ষা করে ৩৮ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪৪টি নমুনা পরীক্ষা করে ৭৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীতে ৫ জন ও উপজেলা পর্যায়ে ১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৯  জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ২২৩৮  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৬০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৫  হাজার ৪৯৪ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৬৩২ টি যা গতদিনে ছিল ১৫ হাজার ৬৭৫ টি । ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ হাজার ৭০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮৪ হাজার ৫৪৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ২৩৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ১ হাজার ৭৭০ জন এবং নারী ৪৬৮ জন।’

আমাদের বাণী ডট কম/০৯  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।