আমাদের বাণী ডেস্ক, ঢাকা; ঘূর্ণিঝড় আম্পান এর প্রভাবে মোংলা, খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে ৭ থেকে ৮ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস শুরু হয়েছে।

আম্পান ভারতের পশ্চিমবঙ্গের দিকে গতিপথ হওয়ায় বাংলাদেশে যে পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হয়েছিল সেই ধরনের ক্ষতি হবে না বলে মনে করছে আবহাওয়া অফিস। তবে ঝড়ের প্রভাবে আজ সারারাত প্রচুর বৃষ্টি হবে এবং আগামীকাল স্বাভাবিক আবহাওয়া বিরাজ করবে বলে ধারনা করা হচ্ছে।

আজ  বুধবার বিকেল ৪টা থেকে এটি সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে। অতিক্রমের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২০ কিলোমিটার এবং বাতাসের গতিবেগ ১৪০থেকে ১৫০ কিলোমিটার।

শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া, চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে উপকূলীয় অঞ্চলে এবং জলোচ্ছ্বাস ও বাড়ছে । সেটা ১০-১২ ফুট উচ্চতায় হতে পারে ।

আমাদের বাণী ডট/২০ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।