ঈদের বাকি আর বেশি দিন নেই। টিভি নাটকের শিল্পীরা বেশ ব্যস্ত সময় পার করছেন এখন। যারা বছরের অন্য সময়গুলোতে অভিনয় থেকে দুরে থাকেন তাদেরকেও ঈদের দু’একটি নাটকে দেখা যায়। তবে ঈদ আসলে তরুণ অভিনেতাদের ব্যস্ততা বেড়েই যায় কেননা, নবাগতদের আগতই বিনোদন জগত মুখরিত। ছোট পর্দার কাজ করে ব্যাপক আলোচনায় এসেছেন  তরুণ অভিনেতা শাওন আহমেদ | গেল কয়েক বছর ধরে ছোট পর্দায় নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছেন , বেশ ভালো সারা পাচ্ছেন, একের পর এক নাটক এ এই অভিনেতা কাজ করে যাচ্ছেন, বেশ সারা পাচ্ছেন পরিচালক দের , টেলিফিল্ম ও বিশেষ দিবসের নাটকেই অভিনয় করছেন|

এছাড়াও তিনি নিয়মিতভাবে একক নাটক , ধারাবাহিক নাটক, ওয়েব সিরিজ, শর্টফিল্ম , ডকুমেন্টারি নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এই পযন্ত ১৫ টা নাটক এ কাজ করেছেন এই তরুণ অভিনেতা |

ঈদের বাকি আর বেশি দিন নেই। টিভি নাটকের শিল্পীরা বেশ ব্যস্ত সময় পার করছেন এখন। যারা বছরের অন্য সময়গুলোতে অভিনয় থেকে দুরে থাকেন তাদেরকেও ঈদের দু’একটি নাটকে দেখা যায়। তবে ঈদ আসলে তরুণ অভিনেতাদের ব্যস্ততা বেড়েই যায় কেননা, নবাগতদের আগতই বিনোদন জগত মুখরিত। ছোট পর্দার কাজ করে ব্যাপক আলোচনায় এসেছেন  তরুণ অভিনেতা শাওন আহমেদ | গেল কয়েক বছর ধরে ছোট পর্দায় নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছেন , বেশ ভালো সারা পাচ্ছেন, একের পর এক নাটক এ এই অভিনেতা কাজ করে যাচ্ছেন, বেশ সারা পাচ্ছেন পরিচালক দের , টেলিফিল্ম ও বিশেষ দিবসের নাটকেই অভিনয় করছেন| এছাড়াও তিনি নিয়মিতভাবে একক নাটক , ধারাবাহিক নাটক, ওয়েব সিরিজ, শর্টফিল্ম , ডকুমেন্টারি নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এই পযন্ত ১৫ টা নাটক এ কাজ করেছেন এই তরুণ অভিনেতা | এই ঈদে শাওন আহমেদ চার টি নাটকের শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেছেন এক ঝাক তারকা, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, অপূর্ব, তারেখ আনম খান, নাঈম, নাবিলা, প্রভা, শারীকা, তৃষা, নিকূল কুমার মন্ডল ও এ ছাড়া আরো অনেক তারকা | উল্লেখযোগ্য নাটকগুলো হলো ১, টাউট হইতে সাবধান,  রচনা করেছেন বৃন্দবন দাস, পরিচালনা করেছেন সকাল আহমেদ, প্রচারিত হবে বাংলাভিশন টেলিভিশন এ প্রচার হবে ২, নাগরিক টেলিভিশন এ লাকি ভাই দ্যা কোম্পানি, ৭  পর্ব ধারাবাহিক নাটকটির  পরিচালনা করেছেন অঞ্জন আইচ ৩, এনটিভি তে শুভ জন্মদিন  ৪, ওয়েবে ম্যাডাম তোমাকে চাই। শাওন আহমেদ রাজধানীর সরকারি বাংলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন। কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর আর্দশপাড়ার  মোঃ শওকত অালী শেখ ও  মোসাঃ রওশনারা বেগম দম্পতির জ্যেষ্ঠ পুত্র। 

এই ঈদে শাওন আহমেদ চার টি নাটকের শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেছেন এক ঝাক তারকা, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, অপূর্ব, তারেখ আনম খান, নাঈম, নাবিলা, প্রভা, শারীকা, তৃষা, নিকূল কুমার মন্ডল ও এ ছাড়া আরো অনেক তারকা | ঈদের বাকি আর বেশি দিন নেই। টিভি নাটকের শিল্পীরা বেশ ব্যস্ত সময় পার করছেন এখন। যারা বছরের অন্য সময়গুলোতে অভিনয় থেকে দুরে থাকেন তাদেরকেও ঈদের দু’একটি নাটকে দেখা যায়। তবে ঈদ আসলে তরুণ অভিনেতাদের ব্যস্ততা বেড়েই যায় কেননা, নবাগতদের আগতই বিনোদন জগত মুখরিত। ছোট পর্দার কাজ করে ব্যাপক আলোচনায় এসেছেন  তরুণ অভিনেতা শাওন আহমেদ | গেল কয়েক বছর ধরে ছোট পর্দায় নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছেন , বেশ ভালো সারা পাচ্ছেন, একের পর এক নাটক এ এই অভিনেতা কাজ করে যাচ্ছেন, বেশ সারা পাচ্ছেন পরিচালক দের , টেলিফিল্ম ও বিশেষ দিবসের নাটকেই অভিনয় করছেন| এছাড়াও তিনি নিয়মিতভাবে একক নাটক , ধারাবাহিক নাটক, ওয়েব সিরিজ, শর্টফিল্ম , ডকুমেন্টারি নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এই পযন্ত ১৫ টা নাটক এ কাজ করেছেন এই তরুণ অভিনেতা | এই ঈদে শাওন আহমেদ চার টি নাটকের শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেছেন এক ঝাক তারকা, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, অপূর্ব, তারেখ আনম খান, নাঈম, নাবিলা, প্রভা, শারীকা, তৃষা, নিকূল কুমার মন্ডল ও এ ছাড়া আরো অনেক তারকা | উল্লেখযোগ্য নাটকগুলো হলো ১, টাউট হইতে সাবধান,  রচনা করেছেন বৃন্দবন দাস, পরিচালনা করেছেন সকাল আহমেদ, প্রচারিত হবে বাংলাভিশন টেলিভিশন এ প্রচার হবে ২, নাগরিক টেলিভিশন এ লাকি ভাই দ্যা কোম্পানি, ৭  পর্ব ধারাবাহিক নাটকটির  পরিচালনা করেছেন অঞ্জন আইচ ৩, এনটিভি তে শুভ জন্মদিন  ৪, ওয়েবে ম্যাডাম তোমাকে চাই। শাওন আহমেদ রাজধানীর সরকারি বাংলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন। কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর আর্দশপাড়ার  মোঃ শওকত অালী শেখ ও  মোসাঃ রওশনারা বেগম দম্পতির জ্যেষ্ঠ পুত্র। 

উল্লেখযোগ্য নাটকগুলো হলো ১, টাউট হইতে সাবধান,  রচনা করেছেন বৃন্দবন দাস, পরিচালনা করেছেন সকাল আহমেদ, প্রচারিত হবে বাংলাভিশন টেলিভিশন এ প্রচার হবে ২, নাগরিক টেলিভিশন এ লাকি ভাই দ্যা কোম্পানি, ৭  পর্ব ধারাবাহিক নাটকটির  পরিচালনা করেছেন অঞ্জন আইচ ৩, এনটিভি তে শুভ জন্মদিন  ৪, ওয়েবে ম্যাডাম তোমাকে চাই পরিচালনায় ফজলুল সেলিম।

শাওন আহমেদ রাজধানীর সরকারি বাংলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন। কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর আর্দশপাড়ার  মোঃ শওকত অালী শেখ ও  মোসাঃ রওশনারা বেগম দম্পতির জ্যেষ্ঠ পুত্র।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।