নির্দিষ্ট সময়ের মধ্যেও যারা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি তাদেরকে সোমবারের আগে ভর্তি না করার পরামর্শ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। রোববার ভর্তি না হওয়া এসব শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও বোর্ড সূত্রে জানা গেছে।

শনিবার আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, ‘রোববার কলেজ নিশ্চায়ন না করা শিক্ষার্থীদের বিষয়ে একটি বোর্ড মিটিং আছে। আমরা অবশ্যই তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ দেব। তবে তারা কি উপায়ে ভর্তি হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে ওই মিটিংয়ে। ’

এ ব্যাপারে বোর্ডের কলেজ পরিদর্শক হারুন অর রশিদ জানান, চতুর্থ ধাপে ভর্তির ক্ষেত্রে অনলাইনে যাওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে উন্মুক্ত উপায়ে শিক্ষার্থীদের কলেজে গিয়ে ভর্তির কাজ শেষ করতে হতে পারে। বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।

২০১৯ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করা প্রায় ৫ লাখ শিক্ষার্থী এখনও একাদশ শ্রেণিতে ভর্তি হয়নি। এরই মধ্যে জুলাইয়ের ১ তারিখে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, গত ২৭ জুন একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের নির্ধারিত সময় শেষ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।