ডেস্ক রিপোর্ট, ঢাকা;  জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক আবেদ খানের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি ছাড়াও তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।

  • আজ শনিবার (২০ জুন ২০২০) গণমাধ্যমকে এসব তথ্য আবেদ খান নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেয়ায় নমুনা পরীক্ষা করতে দিই। আজ শনিবার পজিটিভ রিপোর্ট আসে।’

সাংবাদিক আবেদ খান আরও জানান, তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মীও করোনায় সংক্রমিত হয়েছেন। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন জানিয়ে বলেন, ‘শারীরিক অবস্থা এখন আগের তুলনায় বেশ ভালো। হালকা জ্বর আছে। খাবারের স্বাদ পাচ্ছি না। এছাড়া অন্য কোনো উপসর্গ নেই। শ্বাসকষ্ট নেই।’

  • মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন সব শ্রেণি-পেশার মানুষ। ইতিমধ্যে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। খ্যাতিমান সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী শনিবার মারা গেছেন, তিনিও করোনায় আক্রান্ত ছিলেন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২০    জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৪২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫জনে। আজ নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ১৪০৩১ টি যা গতদিনেও ছিল ১৫ হাজার ৪৫টি। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৪ হাজার ৩২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ আট হাজার ৭৭৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪২৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৩ হাজার ৯৯৩ জন।

আমাদের বাণী ডট কম/২০   জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।