এমপিও নীতিমালা সংশোধনের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে শিক্ষকরা। শনিবার (২৩ নভেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে তারা।

কলেজ শিক্ষক পরিষদ সিলেট আয়োজিত ওই কর্মসূচিতে অনুপাত প্রথা বাতিল করে সরকারি নিয়মে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, পূর্বের ন্যায় ৮ বছর পূর্তিতে প্রভাষকদের ৭ম গ্রেড প্রদানসহ উচ্চতর স্কেল চালু, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি, প্রতিষ্ঠান প্রধান নিয়োগে পূর্বের নীতিমালা বহাল ও বদলি চালুসহ এমপিও নীতিমালা ২০১৮ সংশোধনের দাবি করেন শিক্ষক নেতারা।

এ সময় শিক্ষক নেতারা বলেন, এমপিও নীতিমালা ২০১৮ কলেজ শিক্ষকদের চরমভাবে হতাশ করেছে। পাঁচ দফা দাবি পেশ করে অবিলম্বে এমপিও নীতিমালা সংশোধন করার দাবি জানান। নেতারা এমপিও নীতিমালা সংশোধন কমিটি গঠন করায় সরকারকে ধন্যবাদ জানান। তবে ওই কমিটিতে এমপিওভুক্ত কোনো শিক্ষক না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তারা ওই কমিটিতে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তির জোর দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদার। এছাড়াও সংগঠনের সহ-সভাপতি প্রভাষক এমএ মতিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল আনাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার দাস, সহ-সভাপতি প্রভাষক কামরুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক নন্দ কিশোর রায়, সহ-সভাপতি প্রভাষক মাহমুদ সুলতান, সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম, সহ-সভাপতি প্রভাষক শাহজাহান কবির আকন্দ, প্রভাষক আলী ওসমান, প্রভাষক অপু কুমার দাস, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা সহ-সভাপতি রনজিত কুমার তালুকদার, সহ-সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, সাংগঠনিক সম্পাদক এইচ এম এ বাসিত, নুরুল হক, আইন বিষয়ক সম্পাদক কাওছার উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।