চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক।

মঙ্গলবার (৭ মে) ব্যাংকটির পক্ষ থেকে এক বার্তায় দরখাস্ত আহ্বানের বিষয়টি জানানো হয়।

শিক্ষার্থীরা ৮ মে থেকে আবেদন করতে পারবে। চলবে ১৩ জুন পর্যন্ত।

ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, ডাচ-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

শিক্ষার্থীরা http://app.dutchbanglabank.com/DBBLScholarshipএই লিঙ্ক থেকে আবেদন করতে পারবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।