এসো তোমায় করি বরণ
মোঃ জসিম উদ্দীন
বছর শেষ চিঠি এলো হাতে শুভ হলো হালখাতা
মিষ্টান্ন-পান দিয়ে মুখে সব মুছে স্মৃতির পাতা।
ফুরফুরে হাওয়া নেই আজ তবে রোদ্র ঠাটা পড়া
ভ্যাপসা গরমে মেঘলা আকাশ না বৃষ্টি না খরা।
সাপুরে ধরায় সাপের ফণা হাঁড়ি ভাঙ্গা কত খেলা
লাঠি-বাড়ি খেলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মেলা।
লোকগীতি আর বিচার গানে মুগ্ধ সরল এ-চাষি
যুক্তিতর্কে কবিগানে সব ছন্দ সুরে আজ ভাসি।
কৃষ্ণচূড়া সব ঝড়ে গেছে পলাশ ফুলকে নিয়ে
কোকিল কুহু আর ডাকে না যাচ্ছে বিদায় দিয়ে।
বকুলের ঘ্রাণও বন্ধ করেছে পদ্ম মেলে না বিলে
ভ্রমর করে না গুনগুন আর আমের বোলে মিলে।
বসন্তের গ্লানি মুছে করলাম গ্রীষ্ম তোমায় বরণ
তুমি আমাদের প্রথম ঋতু আম-কাঁঠালের স্বরণ।
চৈত্র নিলো আমাতে বিদায় আবার দেখা হবে
নববর্ষ আজ করতে বরণ পহেলা বৈশাখে সবে।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।