ডেস্ক রিপোর্ট, ঢাকা;  জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের করোনাকালেও বাজেটে বরাদ্দের টাকা খরচ করতে না পারা এবং প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির অপ্রতুলতায় ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, কোভিড-১৯ মোকাবিলায় (বাজেটে) সুস্পষ্ট দিকনির্দেশনা যদি না থাকে, নির্দেশনাহীন অর্থবরাদ্দ (পরিস্থিতি মোকাবিলায়) কতটা কার্যকর হবে তাতে সন্দেহের অবকাশ আছে।

  • এ সময় দেশের হাসপাতালগুলোতে বিরাজমান চিকিৎসা সংকট, হাসপাতাল পরিচালনায় অব্যবস্থাপনা ও ক্রয়খাতে অনিয়মের চিত্র তুলে ধরে এসব নিরসনে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি। লালমনিরহাটের স্থানীয় জেলা হাসপাতাল, রংপুর বিভাগীয় হাসপাতালসহ দেশের হাসপাতালগুলোর অব্যবস্থাপনার বিভিন্ন চিত্র তুলে ধরেন।

জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের তৃতীয় দিনে সোমবার চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি হাসপাতালের অব্যস্থাপনার চিত্র তুলে ধরেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এ সময় চলতি অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ্দের অর্থ পুরোটা খরচ করতে না পারায় কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অদক্ষতার কারণে তারা বরাদ্দ অর্থ খরচ করতে পারেনি। সেজন্য তাদের সম্পূরক বাজেট দাবি করতে হয়নি। এমনকি এজন্য নতুন অর্থবছরে তাদের বরাদ্দ তুলনামূলকভাবে কম হয়েছে।

  • তিনি বলেন, চলতি অর্থবছরে স্বাস্থ্যখাতে ১০ হাজার কোটি টাকার মতো উন্নয়ন ব্যয় ছিল, তা কমিয়ে সাত হাজার ৭০০ কোটি টাকার মতো করা হয়। তারা আড়াই হাজার কোটি টাকা খরচ করতে পারেনি। এর অর্থ হাসপাতালগুলোতে যথাযথ সুযোগসুবিধা দেয়া হয়নি। স্বাস্থ্যখাতের বরাদ্দের চিত্র দেখলে মনে হয় উন্নয়নের দরকার ছিল কিনা, তা তাদের সন্দেহ ছিল।

বিরোধী দলের উপনেতা আরো বলেন, বর্তমানে কোভিড-১৯ এর কারণে সারাবিশ্বে স্বাস্থ্যসেবার বিষয়টি সকলের উদ্বেগের বিষয়। বাংলাদেশের যেকোনো মানুষকে এখন জিজ্ঞাসা করলে তারা এককথায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দেয়ার কথা বলবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূরক বাজেটে তাদের কোনো সংশোধনী বাজেট নেই। তাদের সম্পূরক বাজেট দাবি করতে হয়নি। বাস্তবতা হলো তাদের বাজেট বরাদ্দের চেয়ে খরচ হয়েছে কম। চলতি অর্থবছরে ২৫ হাজার ৭৫৩ কোটি টাকা তাদের বরাদ্দ দেয়া হয়েছে। তারা খরচ করতে পেয়েছে ২৩ হাজার ৬৯২ কোটি টাকা। দুই হাজার ৪১ কোটি টাকা তাদের খরচ কমানো হয়েছে।

  • জিএম কদের আরো বলেন, বাজেটে বরাদ্দ হ্রাস করাকে মিতব্যয়িতা বলার চেষ্টা হলেও প্রয়োজনীয় খরচ না করা হলে তা নেতিবাচক। আর এটা হয় সক্ষমতার অভাবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। কর্তব্য পালনে আন্তরিকতার অভাব, দুর্নীতি ও দলাদলিতে ব্যস্ত থাকার কারণে এটা হয়। আর খরচ কম হচ্ছে মানে দুর্নীতির মাধ্যমে অপচয় হচ্ছে না সেটা নয়। খরচ যেটা হচ্ছে তার মধ্যেও অপচয়ের খবর আমরা শুনতে পাই।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, আসন্ন অর্থবছরে স্বাস্থ্যখাতের বরাদ্দ অপ্রতুল। মানুষ স্বাভাবিকভাবে ধারণা করেছিল এবার স্বাস্থ্যখাতে বিরাট বাজেট দেয়া হবে। কিন্তু দেখা গেল সেখানে বরাদ্দ হয়েছে ২৯ হাজার ২৪৭ কোটি টাকা। চলতি অর্থবছরের তুলনায় তিন হাজার কোটি টাকার মতো বেশি। যা মাত্র ১৩ শতাংশ বেশি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা এটা বুঝি যারা বাজেট প্রণয়ন করেছেন, তারা দেখেছেন, যারা খরচ করতে পারে না তাহলে তাদের বাজেট বাড়িয়ে লাভ কী হবে? আমার মনে হয় অর্থমন্ত্রীও এটা মনে করছেন। যার কারণে থোক বরাদ্দ (১০ হাজার কোটি টাকা) দিয়ে এটা রেখে দেয়ার চিন্তা করেছেন। করোনার কারণে এটা কাজে লাগানোর চিন্তা করছেন।

  • জিএম কাদের দেশের হাসপাতালগুলোর চিত্র তুলে ধরতে গিয়ে নিজের নির্বাচনী এলাকার লালমনিরহাটের হাসপাতালের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সেখানে হাসপাতালে ৩৯টি চিকিৎসক পদের মধ্যে ১১ জন কর্মরত, ৫৪ জন কর্মচারীর মধ্যে কর্মরত ৩৭ জন। এখানে প্রয়োজনীয় ২২ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে চারটি পদ আছে।

একশ শয্যার হাসপাতালকে ২৫০ উন্নীত করা হয়েছে। লোকবল বাড়ানো হয়নি। হাসপাতালে ২২ জন ওয়ার্ডবয় ও সমান সংখ্যক আয়ার দরকার হলেও কোনো পদ নেই। নিরাপত্তাপ্রহরীর পদ নেই। হাসপাতাল থেকে বিভিন্ন সময় মন্ত্রণালয়কে এটা জানালে কোনো সুরাহা হয়নি। এরমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহকৃত এক্সরে মেশিনসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হলেও তা কিছুদিনের মধ্যেই অকার্যকর হয়ে পড়েছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে শুধু চিঠি চালাচালি হয়। কিন্তু কোন কাজ হয়না।

  • এছাড়া বিভিন্ন হাসপাতালে দুর্নীতির অভিযোগ আসার প্র্রেক্ষিতে হাসপাতালগুলোতে বিরাজমান চিকিৎসা সংকট, হাসপাতাল পরিচালনায় অব্যবস্থাপনা ও ক্রয়খাতে অনিয়মের চিত্র তুলে ধরে এসব নিরসনে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি। একই সাথে ওই কমিটির সুপারিশের আলোকে হাসপাতালগুলোর কী প্রয়োজন তার বাস্তবায়নের দাবি জানান তিনি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জনের।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।