চাঁদপুর সংবাদদাতা; জেলা  পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৭ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার (২৯ জুন) রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আজ মঙ্গলবার (৩০ জুন ২০২০) দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের করোনা পজিটিভের বিষয়টি আমরা সোমবার রাতে নিশ্চিত হয়েছি। এখনও পর্যন্ত রিপোর্ট হাতে এসে পৌঁছেনি। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান সবুজ জানান, করোনা পজিটিভ হওয়ার পর থেকেই পুলিশ সুপার তার নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। পুলিশ সুপারের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৬ জন। এদের মধ্যে অর্ধশতাধিক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫৭ জন নারী-পুরুষ মারা গেছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (৩০ জুন ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৮৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ৬৮৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৪৮২ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৮  হাজার ৪২৬ টি যা গতদিনে ছিল ১৭ হাজার ৮৩৭ টি  । এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৬৪০ জনে।

আমাদের বাণী ডট কম/৩০জুন ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।