দিনাজপুর সংবাদদাতা; জেলার বিরামপুরে ইউএনও’র পর এবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, শুক্রবার এসিল্যান্ডের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। আজ শনিবার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।

ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, এর আগে গত বুধবার ইউএনও পরিমল কুমার সরকার করোনায় আক্রান্ত হন।

বিরামপুরের পৌর মেয়রসহ উপজেলায় এ পর্যন্ত ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিরামপুর উপজেলা সূত্রে জানা গেছে, এসিল্যান্ড মুহাসিয়া তাবসসুম সম্প্রতি বিরামপুরে যোগদান করেন। যোগদানের পর থেকেই বিরামপুরে করোনা প্রতিরোধে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে সরাসরি মাঠে নেমে কাজ করতে থাকেন। কোরবানির পশুর হাটসহ প্রতিটি বাজার, ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে অভিযান এবং সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রাখেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের সর্বশেষ (০১ আগস্ট ২০২০) তথ্য অনুযায়ী,  দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৩২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৬৯টি নমুনা সংগ্রহ ও ৮ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৬১১ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জনে।

আমাদের বাণী ডট কম/০১ আগস্ট ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।