ডেস্ক রিপোর্ট, ঢাকা;  করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় জীবন বাজি রেখে কাজ করে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সকল কাজ করতে গিয়ে আজ মঙ্গলবার পর্যন্ত বাহিনীর ০৫ জন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সর্বমোট ৪৮৩ জন সদস্য কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বাহিনীর সুস্থ হয়েছেন মোট ৩০৩ জন।

আজ মঙ্গলবার (১৬ জুন ২০২০)  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ০৫ জন, ব্যাটালিয়ন আনসার ১৪১ জন, সাধারণ আনসার ৩২৬ জন, কর্মচারী ০২ জন, মহিলা আনসার ০৩ জন, ভিডিপি সদস্য ০২ জন, বিশেষ আনসার ০৩ জন এবং উপজেলা প্রশিক্ষিকা ০১ জন।

  • এতে বলা হয়, এ পর্যন্ত বাহিনীর সুস্থ হয়েছেন মোট ৩০৩ জন, সুস্থতার হার প্রায় ৬৩ শতাংশ। সুস্থ হয়েছেন কর্মকর্তা ০২ জন, ব্যাটালিয়ন আনসার ৮৩ জন, সাধারণ আনসার ২০৯ জন, কর্মচারী ০২ জন, মহিলা আনসার ০২ জন, ভিডিপি সদস্য ০১ জন, উপজেলা আনসার কমান্ডার ০১ জন এবং বিশেষ আনসার ০৩ জন। তবে এ বাহিনীর আক্রান্ত সদস্যরা মনোবল অটুট রেখে করোনার ভীতি কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছে। সুস্থ হয়ে ওঠার পিছনে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এর বিশেষ অবদান। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করেছেন। এছাড়া ঢাকা মহানগরে দায়িত্ব পালনকারী ব্যাটালিয়ন আনসার ও সাধারণ আনসাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ নজরদারী জোরদার করা হয়েছে। এ বাহিনীর বিভিন্ন থানা/ক্যাম্প/হোটেল/হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৪ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯৩ জন সদস্য। এ বাহিনীর ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছে ১২৫ জন সদস্য। দায়িত্ব পালনকালে এ বাহিনীর ০৩ জন সদস্য করোনায় প্রান হারান। মৃত্যুর আগে ২০ ব্যাটালিয়ন এর সহকারী প্লাটুন কমান্ডার মোঃ আব্দুর রউফ প্রধান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় নির্বাহী কর্মকর্তার নিয়ন্ত্রনাধীন মোবাইল

কোর্ট ক্যাম্পে, পিসি আব্দুল মজিদ ঢাকার ভাটারা থানায় এবং অঙ্গীভূত আনসার আব্দুস সোবাহান হজরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৬  জুন ২০২০) তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ৮৬২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৮৬২ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৩৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৬ হাজার ২৬৪ জন।

আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।