ডেস্ক রিপোর্ট, ঢাকা; মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইরাকের কিংবদন্তি ফুটবলার আহমেদ রাধী। ৫৬ বছর বয়সী সাবেক এ তারকা ফুটবলার আজ রবিবার মারা যান।

  • তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরাকের নতুন ক্রীড়ামন্ত্রী আদনান দারজাল। তিনি বলেছেন, রাধীর মতো একজন মেধাবী ফুটবলারের মৃত্যুতে আমরা শোকাহত। সে আমাদের দেশের অন্যতম সেরা একজন তারকা ফুটবলার ছিল।

সাবেক তারকা ফুটবলার ও ইরাকি লীগের সভাপতি হুসেন সাদ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি একজন ভালো বন্ধুকে হারালাম। জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালক আলী আল- হুসেন বলেছেন, বিশ্ব এমন একজন তারকা ফুটবলারকে হারিয়েছে যার প্রতিভায় আমরা গর্বিত।

  • আহমেদ রাধী করোনা পরীক্ষা করার জন্য গত সপ্তাহে বাগদাদের হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে শনিবার আবার অবস্থা খারাপ হতে থাকে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। রোববার সকালে না ফেরার দেশে চলে যান সাবেক এ ফুটবলার।

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে দেশের হয়ে একমাত্র গোলটি করেছিলেন রাধী। সেই ম্যাচে ইরাক ২-১ গোলের ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ১৯৮৮ সালের উপসাগরীয় কাপে ইরাককে বিজয়ী করেন তিনি। সেই বছর এশিয়ার অন্যতম সেরা ফুটবলার নির্বাচিত হন আহমেদ রাধী।

  • ২০০৬ সালে মার্কিন আগ্রাসনে দেশে সাম্প্রদায়িক সহিংসতা তৈরি হওয়ায় আহমেদ রাধী ইরাক থেকে পালিয়ে পরিবার নিয়ে জর্দানের রাজধানী আম্মানে চলে আসেন। রাজনীতিতে ক্যারিয়ার গড়ার জন্য ২০০৭ সালে আবার নিজের মাতৃভূমি ইরাকে ফিরে যান রাধী। ২০১৪ সালের সংসদ নির্বাচনে অংশ নিলেও জয়লাভ করতে পারেননি।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২১   জুন ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৪৬৪  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১২  হাজার ৩০৬ জনে। আজ নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ১৫৫৮৫ টি যা গতদিনে ছিল ১৪০৩১ ।দেশজুড়ে ৬০টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৮৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ১২ হাজার ১৬৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৩১ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১২ হাজার ৩০৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৫ হাজার ৭৭ জন।

আমাদের বাণী ডট কম/২১  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।