ডেস্ক রিপোর্ট, ঢাকা; সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানার নেতৃত্বে রিক্সা সহ বিভিন্ন পরিবহনের চালকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে।

এসময় সঙ্গে ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। পুরানা পল্টন, তোপখানা রোড, গুলিস্তান, জিপিওর মোড়ে ২৯ মার্চ সকাল থেকে কর্মসূচীটি পালিত হয়। এসময় সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা বলেন, নিরাপদ ৪ পথ আন্দোলনে যুক্ত হওয়ার পর থেকে গত ১২ বছরে নিজেদেরকে কখনোই কোন দূর্যোগে ঘরে রাখিনি, নেমেছি রাজপথে। তারই ধারাবাহিকতায় আমাদের সপ্তাহব্যাপী কর্মসূচী চলছে। আমরা মনে করি ৪ পথ নিরাপদ মানেই নিরাপদ বাংলাদেশ।

করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের, অথচ প্রতিদিন শুধু সড়কপথ দূর্ঘটনায় মৃত্যু হয় ৫৫ জনের। করোনাক্রান্ত বাংলাদেশে বাড়ি ফেরার পথেও ঘটছে দূর্ঘটনা, মারা যাচ্ছে মানুষ। সংবাদপত্রে প্রকাশিত তথ্য ও আমাদের রিসার্চ মতে গত এক সপ্তাহে সড়কপথে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থতিতে রাজপথে থাকছি, থাকবোও। এটা আমাদের আরেকটি যুদ্ধ।  বিজ্ঞপ্তি

আমাদের বাণী ডট কম/২৯ মার্চ ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।