ডেস্ক রিপোর্ট, ঢাকা;   মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী ডা. জেসাস গ্রাজেদা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিহুয়াহুয়ার গভর্নর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে দুই সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. জেসাস। তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। অবশেষে মৃত্যু হল তার।

ডা. জেসাস গ্রাজেদার মৃত্যুতে শোক প্রকাশ করে চিনহুয়াহুয়ার গভর্নর জাভিয়ের কোরাল লিখেছেন— এই মুহূর্তে কেমন অনুভূত হচ্ছে সেটা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। দুঃখে ডুবে যাচ্ছি।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের হয়ে আজ পর্যন্ত মৃতের সংখ্যা ৬ লাখ ৫২ হাজার ২৫৬ জন আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৪ লাখ ১৮ হাজার ৮৬৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪৭ হাজার ৩০৪ জন। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৪৩ লাখ ৭১ হাজার ৮৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৪৯ জনের। মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৫২ জনের। আর আক্রান্ত হয়েছে ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জন। তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ৭৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৪২৬ জন। ভারতে করোনায় ৩২ হাজার ৮১২ জনের মৃত্যু ও ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন আক্রান্ত হয়েছে। এছাড়া মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৪৩ হাজার ৬৮০ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৫১৬ জন। ইতালিতে করোনায় ৩৫ হাজার ১০৭ জনের মৃত্যু ও ২ লাখ ৪৬ হাজার ১১৮ জন আক্রান্ত হয়েছে।

আমাদের বাণী ডট কম/২৭ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।