ডেস্ক রিপোর্ট, ঢাকা; প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার ঠেকাতে বাহরাইনে মসজিদে জামাতে নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে দেশটির সরকার।

বাহরাইনের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী করোনা সংক্রমণের সংখ্যা পর্যাপ্ত পরিমাণ না কমা পর্যন্ত মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ থাকবে।

এ নিয়ে বাহরাইনের দ্য দুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্সের পক্ষ থেকে বলা হয়, জনগণের উচিৎ এই বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে পরিবার ও দেশের কথা ভেবে সর্বোচ্চ দায়িত্ববোধকে জাগ্রত করা এবং গুরুত্বসহকারে প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা মেনে চলা।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে গত ২৩ মার্চ সন্ধ্যা থেকে বাহরাইনে মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ করে দেয়া হয়। বাহরাইনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৪ জন। মারা গেছেন ১২৩ জনের মৃত্যু হয়েছে।

আমাদের বাণী ডট কম/১৭  জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।