মামুন শেখ, রাজবাড়ী জেলা সংবাদদাতা;  করোনা থেকে মুক্ত হয়ে দীর্ঘ ৪২ দিন পর নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন জেলার কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান।

এর আগে গত ২৪ জুন তার সন্তানের করোনা শনাক্ত হওয়ায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন। পরে তার নমুনা সংগ্রহ করে প্রাপ্ত রিপোর্টে করোনা শনাক্ত হয়। সর্বশেষ ফলো আপে গত ২ জুলাই প্রাপ্ত রিপোর্ট নেগেটিভ আসায় হোম আইসোলশন থেকে মঙ্গলবার সকাল ১১টায় কর্মস্থলে যোগ দিলে সহকর্মী পুলিশ সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়।

এসময় সকল পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। সর্বশেষ তিনি সকল সদস্যকে স্বাস্থ্য বিধি মেনে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন।

এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, আল্লাহ তায়ালা আমিসহ আমার সন্তানকে করোনাভাইরাস থেকে মুক্ত করায় কোটি কোটি শুকরিয়া। করোনায় আতংকিত না হয়ে আমাদের সচেতন হতে হবে। কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না। সব সময় পজিটিভ থাকতে হবে। নিজের মনোবল বৃদ্ধি করতে হবে। বিশ্বের অন্য দেশের তুলনায় আমাদের দেশের মৃত্যুহার অনেক কম। তাই সব সময় আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আমাদের বাণী ডট কম/০৭ জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।