ডেস্ক রিপোর্ট, ঢাকা; কর কমিশনার জামাল আহমেদ (৫৮) মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামাল আহমেদ বিসিএস (কর) ১৩তম ব্যাচের কর্মকর্তা ছিলেন।

তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা কর আপিল অঞ্চল-৩ এর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাকুড়িয়ায়।

জানা গেছে, জামাল আহমেদ দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, উচ্চ রক্তচাপসহ নানান জটিল রোগে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়লে তাকে গত ১৭ জুন স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে করোনার নমুনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট এসেছে। ভর্তির পরই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। গত রাতে অবস্থার অবনতি হয়। সকালে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

জামাল আহমেদ ১৯৯৪ সালের ২৫ এপ্রিল সহকারী কর কমিশনার হিসেবে চাকরিতে যোগ দেন।

কর কমিশনার জামাল আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

আমাদের বাণী ডট কম/০১ জুলাই  ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।