মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা; ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই শ্লোগানকে বুকে ধারন করে মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার যুব সমাজের উদ্যোগে ওই ইউনিয়নের কদম পট্টি গ্রামের ঘটকের খালের প্রায় তিন কিলোমিটার কচুরীপানা স্বেচ্ছাশ্রমে পরিস্কার করে দেয়া হয়েছে।

আজ সোমবার (০৪ মে ২০২০) দুপুরে নবগ্রাম, কাজীবাকাই ও ডাসার ইউনিয়নসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ২’হাজার কৃষকের দুঃখ কষ্টের কথা চিন্তা করে স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপের অনুপ্রেরনায় এ খালটি পরিস্কার করে দেয়া হয় বলে যানান নবগ্রাম যুবসমাজের প্রধান সমন্বয়কারী নৃপেন বৈদ্য।

এসময় খালের পাসের রাস্তাটিও লোকজনের চলা চলের উপযোগী করে দেয় যুব সমাজ। এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। এসময় উপস্থিত ছিলেন নৃপেন বৈদ্য, মিহির হাওলাদার, দিপংকর মন্ডল, রবি শংকর বাড়ৈ, অশিম মুন্সি, শংকর বাড়ৈ,দ্বিজেন হাওলাদার ও সুব্রত সরকার প্রমুখ।

নবগ্রাম যুব সমাজের প্রধান সমন্বয়কারী নৃপেন বৈদ্য বলেন, আমাদের মাদারীপুর-৩ আসনের (কালকিনি ও সদরের একাংশ) সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপের অনুপ্রেরণায় কৃষকের মাঠের কয়েক হাজার একর জমির ধান বাড়িতে আনার জন্য আমরা নবগ্রাম যুব সমাজ সম্পূর্ণভাবে স্বেচ্ছায় একদম নিজস্ব উদ্যোগে এ খালটি পরিস্কার করে দিয়েছি। ইতোমধ্যে আমরা ৫ শতাধিক পরিবারকে প্রতি প্যাকেটে মুড়ি দুই কেজি, আটা দুই কেজি, গুড়ো দুধ ২’শ গ্রাম, এক প্যাকেট হরলিক্স বিস্কুট, আধা কেজি টোষ্ট বিস্কুট, চা পাতা, প্যারাসিটামল, স্যালাইন, গ্যাসের ট্যাবলেটসহ ১২ প্রকারের খাদ্য সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছি। আমাদের নবগ্রামের বিল অঞ্চলের ধান আনার একমাত্র খালটি নৌকা চলার অনুপযোগী ছিল তাই কৃষকদের যাতে কষ্টে না হয়, সেজন্য আমরা জনসাধারনরে পাসে থেকে এ ধরনের কাজ করে যাচ্ছি।

নৃপেন বৈদ্য আরো বলেন, কালকিনি উপজেলার পশ্চিম অংশে কোটালীপাড়া সীমান্ত ঘেঁষা নবগ্রাম ইউনিয়নটির প্রায় পুরোটাই বিল অধ্যুষিত হওয়ায় এখানের মানুষ করোনাভাইরাসের কারণে পুরো কর্মহীন হয়ে পড়েছে। তাই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের বাণী ডট/০৪ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।