রাজবাড়ীর কালুখালী উপজেলার রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর রাজবাড়ী ও মাগুরা জেলার ২৮ টি বিদ্যালয়ের ৫ শ ৩৪ জন শিক্ষার্থী শুক্রবারে এই পরীক্ষায় অংশ নেয়।

যে সব বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বছর রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছেসে গুলো হলো মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়, চর পাতুরিয়ামাধ্যমিক বিদ্যালয়, লাড়ীবাড়ীআদর্শ বিদ্যালয়, বি-কয়া উচ্চ বিদ্যালয়, বি এমডি উচ্চ বিদ্যালয়, আখরজানি উচ্চ বিদ্যালয়, পাতুরিয়া আদর্শ বিদ্যালয়, মোহাম্মদ আলীএকাডেমী, শিকজাননিয়ামতপুর উচ্চ বিদ্যালয়, লাড়ীবাড়ী উচ্চ বিদ্যালয়, কুমরীরানীনি মাধ্যমিক বিদ্যালয়, ডি বি পি উচ্চ বিদ্যালয়, পুইজোরমাধ্যমিক বিদ্যালয়, ঘি-কমলামাধ্যমিক বিদ্যালয়, বহরপুরবালিকা বিদ্যালয়, মনছুরআলী উচ্চ বিদ্যালয়, বদনপুরমাধ্যমিক বিদ্যালয়, আমলসারমাধ্যমিক বিদ্যালয়, টিকেরবিলামাধ্যমিক বিদ্যালয়, লাঙ্গলবাধ উচ্চ বিদ্যালয়, কালিনগরমাধ্যমিক বিদ্যালয়, বিল সোনাই মাধ্যমিক বিদ্যালয়, পঞ্চ পল্লী মাধ্যমিক বিদ্যালয়, নবগ্রাম উচ্চ বিদ্যালয়, চৌগাছি উচ্চ বিদ্যালয়, চরগোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়, হাট দাড়িয়াপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও রুপসী বেগম মাধ্যমিক বিদ্যালয়।

পরীক্ষা চলাকালে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম,পরিচালক শহিদুল ইসলাম,কো অর্ডিনেটর মোঃ আবু সোলায়মান ,পাতুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান, রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সাবেক সভাপতি খাইরুল হাসান মিন্টু,সহসভাপতি দবির উদ্দিন ও ডাঃ গোলাম নবী কেন্দ্র পরিদর্শন করেন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।