ডেস্ক রিপোর্ট, ঢাকা;  করোনাভাইরাসের কারণে দীর্ঘ চার মাসের অনাকাঙ্ক্ষিত ছুটি শেষে এবার মাঠে ফেরার পালা। কঠোর নিয়ম-কানুনের মধ্য দিয়ে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন। যদিও দলগত নয় একক অনুশীলনে নামবে মুশফিকুর রহিম, ইমরুল কায়েসরা।

জুনের প্রথম সপ্তাহে বেশ কিছু সিনিয়র খেলোয়াড় একক অনুশীলনের অনুমতি চাইলেও সেসময় মাঠ প্রস্তুত ছিল না বলে না করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরপর জুনের শেষে দ্বিতীয় দফায় অনুমতি মিললেও দেশের করোনা পরিস্থিতির কথা বিবেচনায় এনে খেলোয়াড়দের নিরুৎসাহিত করা হয়। তবে মুশফিকুর রহিম এককভাবে অনুশীলন শুরু করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাঠে।

এবার ক্রিকেটারদের একক অনুশীলনের জন্য শের ই বাংলা স্টেডিয়ামসহ চারটি স্টেডিয়াম খুলে দিয়েছে বিসিবি।

যদিও মাত্র ৯ জন ক্রিকেটার অনুশীলনের জন্য সাড়া দিয়েছেন। তারা ঢাকায় মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস ও শফিউল ইসলাম। সিলেটে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ। খুলনায় মেহেদী হাসান ও নুরুল হাসান এবং চট্টগ্রামে নাঈম হাসান।

শের ই বাংলায় সকাল ৯ টা, ১০টা, সাড়ে ১১টা ও ১২টা এই তিন শিফটে ভাগ হয়ে অনুশীলন করা যাবে। সিলেটে ৯টা, ১১টা, খুলনায় ৯টা, সাড়ে ১০টায়য় ও চট্টগ্রামে সাড়ে ১০টায়।

আমাদের বাণী ডট কম/১৮  জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।