কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সমুদ্র নগরী কক্সবাজারের শিক্ষার্থীদের সংগঠন “কক্সবাজার স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসােসিয়েশন”র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মার্কেটিং ১০ম ব্যাচের মোঃ ওসমান ফারুককে সভাপতি এবং ফার্মেসি ১০ম ব্যাচের এম ডি নুরুল মোস্তফা কে সাধারণ সম্পাদক করে ৬৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসাবে রয়েছে আব্দুল আহাদ , আতাউর রহমান, ইমতিয়াজ উল হুদা, জয়নাল আবেদীন, নিউটন দাস, মােঃ শাহাদাতুর রহমান, হেলাল উদ্দিন, মােঃ কামাল উদ্দিন, দেব প্রকাশ চক্রবর্তী । যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে রয়েছে সিফাত ফয়েজ, আব্দুর রহমান, রাজু বড়ুয়া, আবু মুসা সাঈদী।

অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছে রাসিব খান, আনােয়ার আজম, সাঈদ জামিল, আব্দুর রহিম, মং উচাং, আবু বক্কর সিদ্দিক, রওনক তারান্নুম নাদীকা, মােছাম্মৎ বিলকিস জান্নাত, নাছিমা আক্তার, মােঃ তাজউদ্দিন ,মহি উদ্দিন বাবর ।

অর্থ সম্পাদক মােস্তফা সাদেক আরমান ,উপ অর্থ সম্পাদক আব্বাস খান, প্রচার সম্পাদক সাদমান সাকিব, উপ প্রচার সম্পাদক মােঃ আনােয়ার, দপ্তর সম্পাদক আসাদ মােঃ আবু দারদা রুমি, উপ দপ্তর সম্পাদক ইসমামুল হক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহফুজ রাব্বী, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশফাক হােসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সােহানা নাওয়ার স্বর্নিল, উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক খােরশেদ আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক তানভিরুল আবরার, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক খালেদুল হক, ছাত্রী বিষয়ক সম্পাদক বেবিকা বড়ুয়া, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক জাকিয়া ফেরদৌস টিনা, আইন বিষয়ক সম্পাদক মােঃ আয়ুব উদ্দিন, উপ-আইন বিষয়ক সম্পাদক শাহজাহান আল সাদাফ, যোগাযোগ বিষয়ক সম্পাদক আহমেদ মিনার, উপ-গনযােগাযােগ বিষয়ক সম্পাদক শাহজাহান মনির, পরিবেশ বিষয়ক সম্পাদক প্রেম সাগর দাস, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক আসিফ উদ্দিন,আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপ-আপ্যায়ণ বিষয়ক সম্পাদক তাজিনা কুলসুম আখি ।

এছাড়া উপদেষ্টা পরিষদে নতুনভাবে মনোনীত হয় সংগঠনটির সাবেক সভাপতি আইসিটি ৮ম ব্যাচের সাজ্জাদ হােসেন বিজয় এবং প্রত্নতত্ত্ব ১০ম ব্যাচের খালেদ মাের্শেদ । এই কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনটির দায়িত্ব পালন করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।