কুমিল্লা সংবাদদাতা; বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে করেছে।

আজ রবিবার  (১২ জুলাই ২০২০) কুমিল্লা নগরীর একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে কুমিল্লা জেলা কমিটির নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে বলেন, সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এমপিওভুক্ত কলেজে চাকরি করেও অনার্স-মাস্টার্স শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্ত না হওয়ায় সরকারি সুবিধা পাচ্ছেন না। জনবল কাঠামোতে অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।

ফোরামের কুমিল্লা জেলা আহবায়ক নুরে আলম খন্দকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মোঃ রাজিমুল হক, মোঃ নূরুল আমিন, শামিম, মোঃ দিদারুল আলম, মিনুয়ারা বেগম, শরিফুল ইসলাম, উম্মে সালমা, শরমিন সুলতানা, আবু হানিফ, রোমানা আক্তার ও তারেক মাসুদ প্রমুখ। সভা শেষে কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

আমাদের বাণী ডট কম/১২  জুলাই  ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।