কুমিল্লা সংবাদদাতা; কুমিল্লা নগরীতে ৪৮ জনসহ করোনায় কুমিল্লা জেলায় নতুন করে ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে এক হাজার ১৬৩ জনে দাঁড়িয়েছে।

  • আজ বুধবার (০৩ জুন ২০২০) কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ডা: নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা নগরীতে ৪৮জন, চৌদ্দগ্রামে একজন, লাকসামে সাতজন, আদর্শ সদরে চারজন, বুড়িচংয়ের সিএমএইচে দুইজন, সদর দক্ষিণে একজন এবং লালমাইয়ে চারজন আক্রান্ত হয়েছেন।

  • জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, কুমিল্লায় এ পর্যন্ত মোট ১০ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে নয় হাজার ১৭০ জনের রিপোর্ট আসে। বুধবার আদর্শ সদর ও লালমাই উপজেলায় একজন করে দুইজন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় সুস্থতার সংখ্যা দাঁড়াল ১৫৯ জনে। একই দিন কুমিল্লা নগরীর শাসনগাছা ও বজ্রপুরে একজনজন করে দুইজন মারা গছেন। নাঙ্গলকোটে একজন মারা গেছেন। এই নিয়ে জেলায় মোট মারা গেছেন ৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৩ জুন ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ১৪০জনে। ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ১০৩টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫১০টি। আক্রান্তের হার ২১.৫৪ শতাংশ।২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৫৯০ জন। সুস্থতার হার ২১.০২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৫ শতাংশমারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ২৮ জন ও নারী ৯ জন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন।

আমাদের বাণী ডট কম/০৩ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।