হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলাY করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাঠ চষে বেড়াচ্ছে প্রশাসন। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে একদিকে যেমন প্রচার প্রচারণা চালিয়ে উদ্বুদ্ধ করছে অপরদিকে স্বাস্থ্যবিধি মানতে করছে জেল জরিমানা।

আজও স্বাস্থ্যবিধি না মানায় ১৩২ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্ত নির্বাহি ম্যাজিস্ট্রেটরা দিনব্যাপী ১৭ টি  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্কবিহীন বাইরে বের হওয়ায় এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ১২৫ টি মামলায় ১৩২ জনকে ৫৭,২৫০ টাকার অর্থদণ্ড প্রদান করেছে।

আগামীকাল এই অভিযান আরও জোরদার করা হবে বলে যানান প্রশাসনের কর্মকর্তারা। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করা এবং মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ ও করা হয় জেলা প্রশাসনের পক্ষথেকে।

অপ্রয়োজনে কেউ যেন বাড়ির বাহিরে বের না হয় এর জন্য কুষ্টিয়ার প্রত্যেকটি এলাকায় অভিযান আরো যোরদার করবে বলে জানানো হয়। ঘরে থাকুন, নিরাপদে থাকুক। এছারাও কুমারখালী, খোকসা ও ভেড়ামারাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

 জেলা প্রশাসকের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বলেন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে সরকারের পদক্ষেপ রয়েছে সবগুলোর করা হবে তবে কোনো অবস্থাতেই গণনার ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি করতে দেওয়া যাবেনা । এলাকাবাসী ও জনসাধারণকে ঘরের বাইরে না আসার জন্য অনুরোধ জানান।  নির্দেশনা অমান্য করে বাড়ির বাইরে আসলে অবশ্যই মাস্ক পড়তে হবে আর না পড়লে এভাবেই ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনতে হবে।

এদিকে আজও কুষ্টিয়ায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ২২৩ জনে দাঁড়িয়েছে। জেলা প্রধান কর্মকর্তা জেলা প্রশাসকসহ জেলার ২২ পুলিশ সদস্যও এ সংখ্যার মধ্যে রয়েছে।

আমাদের বাণী ডট কম/১৩ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।