হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।  একই সময়ে  নতুন করে আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৫০ জনে। এপর্যন্ত জেলায় সুস্থ হয়ে হাসপাতালের ছাড়পত্র পেয়েছে সুস্থ হয়ে ৪০৪ জন।

আজ মঙ্গলবার (০৮ জুলাই ২০২০) রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, আজ মোট ৩৭৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৬৫, চুয়াডাঙ্গা ৬২, ঝিনাইদহ ৭৭, মেহেরপুর ২৪, নড়াইল ৪৮) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২৭ জন, খোকসা উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন, ভেড়ামারা উপজেলার ২ জন ও মিরপুর উপজেলায় ১ জন মোট ৩৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

নতুন করে মারা যাওয়া চার জনই কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মারা যাওয়া ১৯ জনের মধ্যে  কুমারখালী উপজেলার  ৪ জন, দৌলতপুর উপজেলার   ১, ভেড়ামারা উপজেলার  ১ ও কুষ্টিয়া সদর উপজেলার  ১৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ ও মহিলা ৪ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৮ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৬জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ২১৯৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৮৯  জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭২ হাজার ১৩৪ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৫  হাজার ৬৭৫ টি যা গতদিনে ছিল ১৩ হাজার ১৭৩ টি । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী আটজন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে তিনজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে চারজন এবং রংপুর বিভাগে একজন।

আমাদের বাণী ডট কম/০৮  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।