হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলায়   নতুন ৩৯ জনসহ মোট করোনা রোগী  ট ২৩৭৮, মৃত্যুবরণ করেছে নতুন দুইজনসহ মোট ৪৮ জন।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ১৭ আগস্ট ২০২০ মোট ৩৭৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৩৯ , চুয়াডাঙ্গা ৯৯, ঝিনাইদহ ৮১, নড়াইল ১১ ও মেহেরপুর ৪৬) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২২ জন, দৌলতপুর ৪ জন ও ভেড়ামারা ১ জনসহ কুষ্টিয়ায় মোট ২৭ জন (ঢাকার ল্যাব রিপোর্টে ১২ জনসহ মোট ৩৯ জন) নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার ৪৫ জন, ঝিনাইদহ জেলার ২৬ জন, নড়াইল জেলার ৩ জন ও মেহেরপুর জেলার ১৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ১৩ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২২ জনের ঠিকানাঃ হাউজিং ২ জন, হাউজিং ডি ব্লক ১ জন, গোশালা মোড় ১ জন, কেজিএইচ ১ জন, বারখাদা ২ জন, ১৪৭- এনএস রোড ১ জন, জুগিয়া ১ জন, জুগিয়া মন্ডল পাড়া ১ জন, কালিশংকরপুর ২ জন, কুমারগাড়া ১ জন, মজমপুর ১ জন, হেলথ কেয়ার কুষ্টিয়া ১ জন, নীলপাড়া ১ জন, চাউলের বর্ডার ১ জন, কুষ্টিয়া সদর ৩ জন ও আড়ুয়া পাড়া ২ জন।

কুষ্টিয়ায় নতুন ৩৯ জন করোনা রুগী সহ মোট রুগী ২৩৭৮, মৃত্যুবরণ করেছে নতুন দুইজনসহ ৪৮ জন

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ১৭ আগস্ট ২০২০ মোট ৩৭৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৩৯ , চুয়াডাঙ্গা ৯৯,  ঝিনাইদহ ৮১, নড়াইল  ১১ ও মেহেরপুর ৪৬) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২২ জন, দৌলতপুর ৪ জন ও ভেড়ামারা ১  জনসহ কুষ্টিয়ায় মোট ২৭ জন (ঢাকার ল্যাব রিপোর্টে ১২ জনসহ মোট ৩৯ জন)  নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা  জেলার ৪৫ জন, ঝিনাইদহ জেলার ২৬ জন, নড়াইল জেলার ৩ জন ও মেহেরপুর জেলার ১৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা  জেলার ১৩ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২২ জনের ঠিকানাঃ হাউজিং ২ জন, হাউজিং ডি ব্লক ১ জন, গোশালা মোড় ১ জন, কেজিএইচ ১ জন, বারখাদা ২ জন, ১৪৭- এনএস রোড ১ জন, জুগিয়া ১ জন, জুগিয়া মন্ডল পাড়া ১ জন, কালিশংকরপুর ২ জন, কুমারগাড়া ১ জন, মজমপুর ১ জন, হেলথ কেয়ার কুষ্টিয়া ১ জন, নীলপাড়া ১ জন, চাউলের বর্ডার ১ জন, কুষ্টিয়া সদর ৩ জন ও আড়ুয়া পাড়া ২ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ চক ঘোগা ৩’জন ও কয়পাল ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ মোসলেমপুর ১ জন।

আমাদের বাণী ডট কম/১৭  আগস্ট ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।