কুষ্টিয়ায় রবিউল ইসলাম নামে এক ফল ব্যবসায়ীকে হত্যা মামলায় নূর আলম(৩০) নামে এক আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।

বুধবার সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে বিচারক অরুপ কুমার গোস্বামী দন্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে আসামী নূর আলমকে এই দন্ডাদেশ প্রদান করেন। অভিযুক্ত নূর আলম মাদারীপুর জেলার রাজৈর থানার শংকরদি মৃত আবুল হাছেনের ছেলে। নিহত ফল ব্যবসায়ী রবিউল ইসলাম ও অভিযুক্ত আসামী নূর আলম সম্পর্কে আপন খালাতো ভাই। চৌড়হাঁস মোড় এলাকায় মামা ভাগ্নে নামে একটি ফলের দোকানে ব্যবসা করতো তারা।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জুন কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড় এলাকায় নিহত ব্যবসায়ীর ফলের দোকানের পিছনে থাকা একটি ড্রামের ভিতর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী বন্যা আক্তার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ উদ্ধারের পর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূর আলমকে আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

এই ঘটনায় জড়িত না থাকায় টিপু মন্ডল নামে অপর একজনকে মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আদালত। দীর্ঘ শুনানিন্তে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন। রায় প্রদানকালে আসামী নূর আলম আদালতে উপস্থিত ছিলেন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।