হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।  এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা (বহিরাগত বাদে) দাঁড়ালো ৩০৯ জনে। মারা গেছেন ১ জন।

আজ বুধবার (১৮জুন ২০২০) রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রাপ্ত তথ্য মতে, আজ মোট ২৮১ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৪৪, মেহেরপুর ২৮, চুয়াডাঙ্গা ৪৬, ঝিনাইদহ ৬৩) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ২৬ জন, কুমারখালী উপজেলায় ৩ জন, মিরপুর উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ২ জন ও খোকসা ১ জন মোট ৩৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় ৫ জন ও ঝিনাইদহ জেলায় ৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া কুষ্টিয়া সদরের ৩ জন ও মেহেরপুর জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ২৬ জনের ঠিকানা রুপালী ব্যাংক কর্পোরেট শাখা ১ জন, পুলিশ লাইন ২ জন, গোসালা রোড ২ জন, কালিশংকরপুর ৩ জন, কুড়িপাড়া ১ জন, জেনারেল হাসপাতালে ২ জন, বড়বাজার ১ জন, চরবাখৈল ১ জন, চৌরহাস ৩ জন, গোরস্থান পাড়া ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, ফুলতলা ১ জন, থানাপাড়া ২ জন, পুর্ব মজমপুর ১ জন, এস,বি ঘোষ লেন (আড়ুয়াপাড়া) ১ জন, ঝাউদিয়া সোনালী ব্যাংক ১ জন, বংশীতলা (কমলাপুর) ১ জন ও পোড়াদহ ইসলামী বাংকের ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, চরাইকোল ১ জন ও কুমারখালী পৌরসভার ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ইসলামি ব্যাংক, পোড়াদহ। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা বৈরাগীর চর (মরিচা) ১ জন ও আমলা সোনালী ব্যাংক ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা সমশপুর।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৮   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩৪৩  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩হাজার ৮০৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২ জনে।‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৭৫ জন। মোট সুস্থ হয়েছে ৪০ হাজার ১৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের  মধ্যে  ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন,ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৪ জন এবং বাসায় ১৮ জন মারা গেছে

আমাদের বাণী ডট কম/১৮  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।