হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  জেলায় নতুন করে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ০১ আগস্ট ২০২০ মোট ১৮৮ টি স্যাম্পলের (কুষ্টিয়া ২৬ , চুয়াডাঙ্গা ৮৬, ঝিনাইদহ ৫৮, ও মেহেরপুর ১৮) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১ জন, দৌলতপুর উপজেলার ৭ জন,  জন ও মিরপুর উপজেলার ১ জনসহ মোট কুষ্টিয়ায় মোট ৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার ৩০ জন, ঝিনাইদহ জেলার ২৫ জন, ও মেহেরপুর জেলার ৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা, বোয়ালদহ ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানাঃ
নজিবপুর- খলিসা কুন্ডি ১ জন, বাগোয়ান-মথুরাপুর ৬ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ
আমানতপুর- পোড়াদহ ১ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের সর্বশেষ (০১ আগস্ট ২০২০) তথ্য অনুযায়ী,  দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৩২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৬৯টি নমুনা সংগ্রহ ও ৮ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৬১১ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জনে।

আমাদের বাণী ডট কম/০১ আগস্ট ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।